ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্স কমান্ডার কাসেম সোলাইমানির দাফনে অংশ নিয়ে পদদলিত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪৮ জন আহত হয়েছেন। সোমবার (০৬ জানুয়ারি) ইরানের কেরমান শহরে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর প্রচার করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে। ইরানের দক্ষিণ-পূর্ব এলাকা কেরমান শহরে সোলাইমানির দাফনে জড়ো হওয়া লাখ লাখ মানুষের মধ্যে এ পদদলনের ঘটনা ঘটে।
ইরানের কেন্দ্রীয় জরুরী স্বাস্থ্যসেবা সংস্থার প্রধান পীর হোসেইন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আহতের সংখ্যা তিনি নিশ্চিত করতে পারেননি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।