ইরাকের গ্রিন জোনে আবারো রকেট হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৬ই জানুয়ারী ২০২০ ১২:৩৩ অপরাহ্ন
ইরাকের গ্রিন জোনে আবারো রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে আবারো রকেট হামলা চালানো হয়েছে। ছয়টি কাতিউশা মডেলের রকেট দিয়ে এ হামলা চালানো হয়। স্থানীয় সময় রোববার (০৫ জানুয়ারি) দিনগত রাতে এ হামলা চালানো হয়। ইরাকি সেনাবাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এর মধ্যে তিনটি রাজধানীর গ্রিন জোনের সরকারি ভবন ও বিদেশি মিশনে আঘাত হেনেছে। বাকি তিনটি রকেট কাছাকাছি জাদরিয়া এলাকায় আঘাত হানে। 

পুলিশ জানিয়েছে, এসব হামলায় ছয়জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা এএফপি নিউজকে জানিয়েছেন, সোলাইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে বাগদাদে মার্কিন দূতকে তলবের কয়েক ঘণ্টা পরেই মার্কিন দূতাবাসের কাছে দুটি রকেট হামলা চালানো হয়।

উল্লেখ্য, রোববার (৫ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো গ্রিন জোনে হামলা চালানো হলো এবং গত দু’মাসে এ নিয়ে ১৪ বার ওই এলাকায় হামলা চালানো হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর