লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি সামরিক স্কুলে বিমান হামলায় অন্তত ২৮জন ক্যাডেটের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন বহু ক্যাডেট। তবে এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। হামলা ও নিহতের বিষয়টি লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়রে এক মুখপাত্র নিশ্চিত করেছেন। খবর বিবিসি’র।
তবে ধারণা করা হচ্ছে লিবিয়ার সেনা কর্মকর্তা জেনারেল খালিফা হাফতারের অনুসারী বিদ্রোহী বাহিনী এ হামলা চালিয়েছে। ঘটনাস্থলের একটি ভিডিওচিত্রে দেখা গেছে, স্কুলে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
২০১১ সালে লিবিয়ার সাবেক শাসক মোয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর দেশটিতে এখন পর্যন্ত কোন সরকারই পুরোপুরি নিয়ন্ত্রণ আরোপ করতে পারেনি। জেনারেল হাফতার দেশটির জাতিসংঘ সমর্থিত বর্তমান সরকারকে উৎখাতের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গেল বছরের এপ্রিলে লিবিয়ার সরকার উচ্ছেদ করার লক্ষ্যে জেনারেল হাফতার রাজধানী ত্রিপোলিতে এক সেনা অভিযান পরিচালনা করেছিলেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।