ইরাকের রাজধানী বাগদাদের কূটনৈতিক এলাকা গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে শনিবার রাতে আবারও কয়েক দফা রকেট হামলা হয়েছে। এছাড়া, মার্কিন সেনা অবস্থান নেয়া জাদ্রিয়া এলাকা ও বালাদ বিমান ঘাঁটিও রকেট হামলার শিকার হয়েছে। তবে এসব হামলায় কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ইরাকের সেনাবাহিনী। খবর পার্সটুডে’র।
ইরাকি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের সেলিব্রেশন স্কয়ার ও জাদ্রিয়া এলাকা এবং সালাহউদ্দিন প্রদেশের বালাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে কোনও প্রাণহানি হয়নি। বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরের বালাদ বিমান ঘাঁটিতে দুটি কাতিউশা রকেট নিক্ষিপ্ত হয়েছে। অন্যদিকে পুলিশ জানায়, বাগদাদের জাদ্রিয়া এলাকায় একটি মর্টার আঘাত হানে এবং এতে পাঁচজন আহত হন।
বাগদাদ বিমানবন্দরে মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার একদিন পর এসব হামলা হলো। এছাড়াও, গতকাল শনিবার সকালে ইরানি কমান্ডারকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই হামলায় অন্তত ছয়জন নিহত হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।