ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৪শে নভেম্বর ২০১৯ ১১:০২ পূর্বাহ্ন
ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্প

আবারও তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। স্থানীয় সময় শনিবার পূর্ব পাপুয়া অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। তবে ওই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। এর গভীরতা ১০ কিলোমিটার।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-পদার্থ বিজ্ঞান সংস্থার প্রধান ত্রিয়োনো জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতা বেশি হলেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর আসেনি। রাত পর্যন্ত প্রাণহানিরও কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্প থেকে সুনামির আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকুতে প্রদেশে ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

ইনিউজ ৭১/এম.আর