
প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ৩:৪৩

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর ১০০ দিনের বেশি অতিক্রান্ত হলেও এখনও গৃহবন্দি রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ ফারুক আবদুল্লাহ। সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে তা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাট্টা হন বিরোধীরা। সকালে অধিবেশনের শুরুতেই ফারুকের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
জাতীয় সঙ্গীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লোকসভার স্পিকারের উদ্দেশে তিনি বলেন, ‘জনাব, ফারুক আবদুল্লাহ আসেননি। সরকারকে নির্দেশ দিন, তাকে মুক্তি দিতে, নইলে স্বরাষ্ট্রমন্ত্রীকে এখনই এ বিষয়ে বিবৃতি দিতে বলুন।’
কাশ্মীর প্রসঙ্গে কংগ্রেস দলীয় সংসদ সদস্য অধীর চৌধুরী বলেন, ‘কেন বিরোধী নেতাদের কাশ্মীরে যেতে বাধা দেয়া হচ্ছে? কাশ্মীরের রাজনৈতিক নেতারা নজরবন্দি। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেই। এসময় দফায় দফায় বিরোধীরা কাশ্মীরের পরিস্থিতি নিয়ে স্লোগান দিতে থাকেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব