ভারতের শ্রীনগরে অবস্থিত কাশ্মীর ইউনিভার্সিটিতে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলো। তবে হতাহতের পরিমাণ কত সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে কাশ্মীর ইউনিভার্সিটির স্যার সৈয়দ গেটে সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছেন। হামলার সময় সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী দাঁড়িয়েছিলেন। আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।
কারা এ হামলা চালিয়েছে, তার খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। একদিন আগেই এক বিবৃতিতে কাশ্মীর উপত্যকার ‘এনকাউন্টার জোন’গুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গোলাবারুদ বিস্ফোরণের ঝুঁকি থাকায় সেখানে যেতে নিষেধ করে জম্মু-কাশ্মীর পুলিশ। ঠিক তার পরদিনই ঘটলো এই গ্রেনেড হামলার ঘটনা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।