কাশ্মীরে বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫ নারী ও ৩ শিশু রয়েছে। মঙ্গলবার দোদা শহরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। খবর ইন্ডিয়া টুডের।
দোদার সিনিয়র পুলিশ সুপার মুমতাজ আহমেদ বলেন, ঘটনাস্থলে ১২ জন নিহত হয়েছে। এবং অন্য ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। কর্তৃপক্ষ বলছে, বাসটি ক্লেনী থেকে মারমতের গোয়া গ্রামের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ৭০০মিটার গভীর খাদে পড়ে যায়।
পুলিশ এই ঘটনার তদন্ত করছে বলে খবরে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।