
প্রকাশ: ২ নভেম্বর ২০১৯, ২৩:৪৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগে দুই দিনের সময়সীমা বেঁধে দেয়ার পরিপ্রেক্ষিতে বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলামের কাছে সময় চাওয়া হয়েছে। আন্দোলনরতদের সঙ্গে আলোচনার জন্য গঠিত সরকারি কমিটি মাওলানা ফজলুর রহমানের কাছে এ সময় চেয়েছে। খবর ডন ও জিয়ো নিউজ উর্দূর।
শনিবার সকালে আলোচনার জন্য গঠিত সরকারি কমিটি জরুরি বৈঠক করে। সেখান থেকে বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেন তারা। পিপলস পার্টির নেতাদের মাধ্যমে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে মীমাংসায় যেতে যাচ্ছে ইমরান প্রশাসন। নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসার অভিযোগে ইমরান খানকে অপসারণের দাবিতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান এই আজাদি মার্চের ডাক দিয়েছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব