
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ১৭:৫২
পাকিস্তানে একটি ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন যাত্রী। বৃহস্পতিবার দেশটির লিয়াকতপুর শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা কমিশনার রাহিম ইয়ার খান। দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। হতাহতদের লিয়াকতপুরের ডিএইচকিউ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
