
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯, ১:৩৬

উত্তর-পশ্চিম সিরিয়ার একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে আইএসের প্রধান আবু বকর আল বাগদাদিকে হত্যা করেছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। কিন্তু রাশিয়া বলছে, বাগদাদিকে হত্যায় যুক্তরাষ্ট্রের অভিযানের কোনো বিশ্বাসযোগ প্রমাণ নেই। গতকাল হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, কয়েক সপ্তাহ ধরেই বাগদাদির ওপর নজরদারি করছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দেয়া তথ্যমতে, আইএস প্রধান আবু বকর আল বাগদাদি তার আস্তানার গোপন সুরঙ্গ দিয়ে পালানোর সময় তিন সন্তানসহ শরীরে বাঁধা বিষ্ফোরকের মাধ্যমে আত্মঘাতী হন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব