
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯, ০:১৬

গত শনিবার হুট করেই বিকট এক শব্দ শুনতে পান ন্যান্সি ওয়েলকে ও তাঁর স্বামী ড্যান। ওই সময় বাড়ির পাশের খামার থেকে নিজেদের ঘোড়াগুলোকে বের করছিলেন তাঁরা। খামারের সামনেই দেখতে পান, একটি চার পায়া বস্তু। সঙ্গে রয়েছে দুটি সোলার প্যানেল। একটি প্যানেলে লেখা ‘স্পেস সেলফি’, আর অন্যটিতে ‘স্যামসাং’। ওই বস্তুটিতে একটি বাক্সও যুক্ত ছিল। বাক্সের ভেতরে ছিল দুটি ক্যামেরা ও একটি স্যামসাং সেলফোন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব