
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯, ১:৫১

ইথিওপিয়ার শান্তিতে নোবেলজয়ী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলমান বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে ৬৭ জন নিহত হয়েছেন। দেশটির ওরোমিয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনায় নিহতদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য রয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি খবরে বলা হয়। শুক্রবার (২৫ অক্টোবর) দেশটির আঞ্চলিক পুলিশ প্রধান কেফিয়ালিউ তেফেরা সাংবাদিকদের বলেন, "ওরোমিয়াতে নিহতের সংখ্যা ৬৭ জন। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।"

ইনিউজ ৭১/টি.টি. রাকিব