কঙ্গোয় বাসের ব্রেকফেল হয়ে দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির স্থানীয় সময় রোববার রাত ১টার দিকে রাজধানী কিনশাসা পৌঁছনোর পথে এ দুর্ঘটনা ঘটে। এরপরই বাসে ভয়াবহ আগুন লেগে যায়। রেড ক্রসের মুখপাত্র ডেভিড সিয়ালা জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে অন্তত ১০০ জন যাত্রী ছিলেন। এই মুহূর্তে দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩০। এছাড়া ১৮ জন যাত্রীর শরীর থার্ড-ডিগ্রি দগ্ধ হওয়ার ফলে গভীর ক্ষত তৈরি হয়েছে।
তিনি আরো জানান, এদিন লুফু থেকে কিনশাসা যাওয়ার পথে যাত্রী ও মালপত্র ঠাসা বাসটি আচমকা যান্ত্রিক বিভ্রাটের শিকার হয়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে পাশের নীচু জমির উপর গড়িয়ে পড়ে। এরপর হঠাৎ আগুন ধরে যায়। মরদেহগুলো শনাক্ত করার কাজ চলেছে। তবে বেশ কিছু দেহ এমনই পুড়ে গিয়েছে যে, তাদের পরিচয় উদ্ধার করতে সমস্যা দেখা দিয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।