ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ, নিহত ১৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২০শে অক্টোবর ২০১৯ ০৪:৩৮ অপরাহ্ন
ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ, নিহত ১৬

ভারত ও পাকিস্তানে দফায় দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে দুই দেশের অন্তত ১৬ জন নিহত হয়েছে। দেশ দু’টির সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারত ও পাকিস্তানের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সসহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম রোববার (২০ অক্টোবর) এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, রোববার সকালে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি এ হামলার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণরেখায় ভারতের গোলাবর্ষণে পাকিস্তানের কমপক্ষে ছয় বেসামরিক এবং এক সেনা নিহত হয়েছেন। পাক সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজাদ জম্মু-কাশ্মীরে ভারত নির্বিচার ও নির্মম হামলা চালিয়েছে।

রোববার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের হামলায় আরও নয় বেসামরিক আহত হয়েছেন। চলতি বছর নিয়ন্ত্রণরেখায় ভারতের গোলাবর্ষণে একদিনে এটাই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক টুইট বার্তায় জানিয়েছে, ভারতের সঙ্গে সংঘর্ষে এক সেনা শহীদ হয়েছেন এবং আরও দুই সেনা আহত হয়েছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব