
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৬

বর্তমান পরিস্থিতিতে ভারত শাসিত কাশ্মীরে থাকলে হাতে বন্দুক তুলে নিতেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি আরও বলেন, ইসলাম নয়, ন্যায়বিচার বঞ্চিত করা এবং নিপীড়নের কারণেই জঙ্গিবাদের সৃষ্টি হয়। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে দেওয়া ভাষণে এমন বিস্ফোরক মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী। কাশ্মীরের ৫৫ দিনের অব্যাহত কারফিউর কথা উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কারফিউ উঠে গেলে সেখানে রক্তস্নান হবে। আরও একটা পুলওয়ামা হবে। ভারত তখন পাকিস্তানকে দুষে ফের বোমা ফেলতে আসবে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব