ভূটানে ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের দুই পাইলটের প্রাণহানি ঘটেছে। শুক্রবার ভারতীয় বার্তাসংস্থা এএনআই এক টুইট বার্তায় দেশটির সামরিক বিমান বিধ্বস্তের এ তথ্য নিশ্চিত করেছে।এতে বলা হয়েছে, ভূটানে ভারতীয় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। এই দুই পাইলট লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকতা। তাদের একজন ভূটান সেনাবাহিনীর সদস্য।তবে কী কারণে এই সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে সেব্যাপারে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য ভারতের কোনো গণমাধ্যমেই আসেনি।
এদিকে, ভূটানের সংবাদমাধ্যম কুয়েনসেল অনলাইন বলছে, ভূটানের ইওনফুলার খেন্তংম্যানি এলাকায় পাহাড়ের ওপর ভারতীয় সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে রয়্যাল ভূটান আর্মির এক কর্মকর্তা ও ভারতীয় এক সেনাকর্মকর্তা বিধ্বস্ত স্থলেই মারা গেছেন।ভারতীয় সেনাবাহিনীর এই প্রশিক্ষণ বিমান ইওনফুলাতে অবতরণের সময় বিধ্বস্ত হয়। ওই সময় ইওনফুলার আবহাওয়া ছিল কুয়াশাচ্ছন্ন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।