ইরান থেকে তেল কেনার জন্য চীনের কয়েকটি কোম্পানি এবং কয়েকজন ব্যবসায়ীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন অভিযোগ করেছে, এসব কোম্পানি ও ব্যক্তি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছেন। বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে। তারা জানিয়েছে, চীনের পাঁচ ব্যক্তি এবং ছয়টি প্রতিষ্ঠানের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার মধ্যে কসকো শিপিং করপোরেশনের দুটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনের অবকাশে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা চীনসহ সবাইকে বলছি তাদের জেনে রাখা উচিত, নিষেধাজ্ঞা লঙ্ঘন করলেই নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।