
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৯

ব্যাংকে চাকরি করেন তিনি। ছোটখাটো পদে নয়, বড় কর্মকর্তা। কিন্তু যৌনতা যেন তার নেশা। কর্মকর্তা, কর্মচারী এমনকি গ্রাহকের সঙ্গেও যৌনতায় লিপ্ত হন তিনি। অবশেষে চাকরি খোয়াতে হয়েছে তাকে। সম্প্রতি জাম্বিয়ার জ্যানাকো ব্যাংকের সিনিয়র এগজিকিউটিভ মুটালে উইনফ্রিডাকে নিয়ে এমন ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এই সময়।

অভিযোগ, বাড়ি-গাড়ির ঋণে সম্মতি দেওয়ার আগেও পুরুষ গ্রাহকদের শয্যাসঙ্গী হতে বাধ্য করেন তিনি। এছাড়াও চাকরি 'পাকা' করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও বহু যুবককে বিছানায় নিয়েছেন উইনফ্রিডা। কিন্তু, একের পর এক অভিযোগ জমা পড়ায়, শেষে ওই মহিলা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয় ব্যাংক।