
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০:৩৪

শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে অভিযুক্তকে ধরে আগুনে পুড়িয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। এ ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার লিমপোপো শহরের মুহোভয়া গ্রামে। দেশটির পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ উঠেছিল। পরে গ্রামের উত্তেজিত মানুষ ওই ধর্ষককে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। পরে পুলিশ মুহোভয়া গ্রামে পৌঁছে ৩৯ বছর বয়সী ওই ব্যক্তির পুড়ে যাওয়া মরদেহের অবশিষ্ট অংশ উদ্ধার করে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব