
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৩

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তরাঞ্চল এবং পাকিস্তানের বেশ কয়েকটি শহর। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এই কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া ট্যুডে বলছে, মঙ্গলবার বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে ভারতের উত্তরাঞ্চলীয় কিছু শহর ও পাকিস্তান কেঁপে উঠেছে। রাজধানী নয়াদিল্লি, চন্ডিগড়, কাশ্মীরের পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখুতন-খাওয়া অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব