মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের ওপর ইসরায়েলের গোয়েন্দাবৃত্তির অভিযোগ অস্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো’র এক প্রতিবেদনে তিন সাবেক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানায়, হোয়াইট হাউসের কাছে যে গোয়েন্দা সরঞ্জাম পাওয়া গেছে সেগুলোর নেপথ্যে ইসরায়েল থাকতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
পলিটিকো’র এখবরকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ‘ডাহা মিথ্যা’ বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গোয়েন্দা অভিযান পরিচালনা না করতে ইসরায়েলি সরকারের স্পষ্ট নির্দেশনা ও দীর্ঘদিনের প্রতিশ্রুতি রয়েছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সাংবাদিকরা এই খবরের বিষয়ে জানতে চাইলে বলেন, আমার পক্ষে এটা বিশ্বাস করা মুশকিল। ইসরায়েলের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমি খবরটি বিশ্বাস করি না। যে কোনও কিছুই সম্ভব কিন্তু আমি তা বিশ্বাস করি না।
নেতানিয়াহু অস্বীকার করলেও অতীতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের গোয়েন্দাবৃত্তির প্রমাণ রয়েছে। ১৯৮০’র দশকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট রাফি এইতানের পরিচয় উন্মোচিত হয়। তিনি ছিলেন এক মার্কিন বিশ্লেষকের হ্যান্ডলার। জোনাথন পোলার্ড নামের ওই মার্কিন কর্মকর্তা কয়েক হাজার গোপন নথি মোসাদ এজেন্টের হাতে তুলে দেন। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা লরেন্স ফ্রাঙ্কলিন ইরানের মাধ্যমে গোপন নথি ইসরায়েলের হাতে তুলে দেওয়ার অভিযোগে ১৩ বছরের কারাদণ্ড পেয়েছেন। পরে তার সাজা কমিয়ে দশ মাস গৃহবন্দি রাখা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।