
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২০

চলতি মাসের শেষে ভারতের বিতর্কিত হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সম্মানজনক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এতে মানবাধিকারকর্মী, স্বেচ্ছাসেবী ও আইনজীবীদের কঠোর সমালোচনার মুখোমুখি হতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। ব্রিটেনের বিখ্যাত দৈনিক গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাবিষয়ক ‘স্বচ্ছ ভারত কর্মসূচির’ জন্য দ্য গ্লোবাল গোলকিপার পুরস্কার দিতে নরেন্দ্র মোদিকে মনোনীত করা হয়েছে। অধিকৃত কাশ্মীর ও আসামের মুসলমানদের নাগরিকত্ব হরণ, আটক ও বিতাড়নের মধ্যেই এ পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করা হয়েছে। রাজ্য দুটিতে মানবাধিকার লঙ্ঘনের জন্য ভারতের ক্ষমতাসীন দল বিজেপি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধান খবরে পরিণত হয়েছে। মোদির ঝুলিতে আন্তর্জাতিক মর্যাদাকর পুরস্কারের মধ্যে নতুন সংযোজন হতে যাচ্ছে গ্লোবাল গোলকিপার পুরস্কার।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব