
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৮

জর্ডান উপত্যাকা দখলের ঘোষণা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এ ঘোষণাকে অবৈধ ও অগ্রহণীয় বলছে তুরস্ক। এর প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রতিরোধের আহ্বান জানিয়েছে তুরস্ক।
মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ইসরাইলের আসন্ন সাধারণ নির্বাচনে জয়ী হলে তার সরকার এ পদক্ষেপ বাস্তবায়ন করবে। এছাড়া পশ্চিম তীরের সব এলাকায় ইহুদি বসতি স্থাপন নিশ্চিত করা হবে। জর্ডান উপত্যাকায় সাড়ে ৯ হাজার ইহুদির সঙ্গে ৭০ হাজার ফিলিস্তিনি দুঃসহ জীবন-যাপন করছে। ইসরাইল দাবি করছে, এ উপত্যকাটি তাদের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া ফিলিস্তিনিদের সঙ্গে ভবিষ্যতে যে কোনো বন্দোবস্তে এর কোনো অংশ ত্যাগ করার ধারণাটি প্রত্যাখ্যান করা হচ্ছে।

