পবিত্র আশুরা উদ্যাপনের সময় ইরাকের কারবালার একটি গুরুত্বপূর্ণ মাজারে পদদলিত হয়ে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-বদর বলেছেন, এ ঘটনায় আরও শতাধিক আহত হয়েছেন যাদের ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, মিছিলের সময় একটি পথচারী পারাপার সেতু ধসে পড়লে পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশুরায় পদদলিত হয়ে একসঙ্গে এত পুণ্যার্থীর মৃত্যু সাম্প্রতিক ইতিহাসে সর্বোচ্চ বলে জানিয়েছে আলজাজিরা।
উল্লেখ্য, ৬৮০ সালের এই দিনে বর্তমান ইরাকের কারবালা নামক স্থানে মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হোসাইন ইবনে আলীকে সপরিবারে প্রতিপক্ষ নৃশংসভাবে হত্যা করে। তিনি ইমাম হোসাইন নামে অধিক পরিচিত। এরপর থেকে এই ঘটনাটিও যুক্ত হয় আশুরা পালন করার ক্ষেত্রে। বিশেষ করে শিয়া মতাবলম্বীরা এই ঘটনাটিকে বেশি গুরুত্ব দেয়। তাজিয়া মিছিল বের করে মাতম করে তারা। কারবালায় শহীদ ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যদের মাজারে জড়ো হন ভক্তরা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।