
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০১৯, ১:১৩

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে স্বায়ত্বশাসন পুরোপুরি কেড়ে নেওয়ার পর থেকেই সংকটে রয়েছেন কাশ্মীরের বাসিন্দারা। সম্প্রতি নামমাত্র জরুরি অবস্থা তুলে নেয়া হলেও রাজ্যটিতে অবস্থান করছে ৮ লাখের বেশি ভারতীয় সেনা। তারা গোটা অঞ্চলের বাসিন্দাদের ওপর ভয়াবহ নির্যাতন চালাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে খবর বেরিয়েছে। এবার তেমনই এক সেনা নির্যাতনের খবর এসেছে। বুধবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার ৪০ জন গ্রামবাসীর ওপর নির্মম নিপীড়ন চালিয়েছে সেনারা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব