
প্রকাশ: ২৩ আগস্ট ২০১৯, ৩:২৩

পাল্টা জবাব হিসেবে এবার নিজেদের বাঁধের স্লুইস গেট খুলে দিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার কাসুর এলাকায় সুলতেজ নদীর ওপর বাঁধগুলো খুলে দেন পাক কর্মকর্তারা। এতে ভারতের পাঞ্জাবের ফিরোজপুর জেলায় ইতিমধ্যে অন্তত ১৭ গ্রাম প্লাবিত হয়েছে। সাম্প্রতিক প্রচণ্ড বৃষ্টিপাতে একই এলাকার আরও কয়েকটি গ্রাম আগেই ডুবে গিয়েছিল। জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পর চলতি সপ্তাহে ভারত হঠাৎ করে উজানে বাঁধ খুলে দেয়ায় সুতলেজ নদীতে পানি প্রবাহ বেড়ে যায়। পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের কিছু অংশে বন্যা পরিস্থিতি দেখা দেয়। পানি ছেড়ে দিয়ে নয়াদিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে বলে দাবি করছে দেশটি। এটাকে ‘পঞ্চম প্রজন্মের যুদ্ধ’ বলেও অভিহিত করে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব