ইসরায়েলের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার আইনি প্রতিষ্ঠান অ্যাপলেবি-র এ সংক্রান্ত নথির বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। ফাঁস হওয়া ওই নথিতে বলা হয়, অত্যাধুনিক গোয়েন্দা বিমান সংগ্রহের লক্ষে এ চুক্তি করা হয়েছে। এই গোপন চুক্তির বিষয়ে কাজ শুরু হয় আরও ১০ বছর আগে। তবে বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখে ইসরায়েল। চুক্তির কিছু অর্থ এরইমধ্যে নগদে পরিশোধ করা হয়েছে।
চুক্তি অনুযায়ী, আমিরাতকে দুইটি অত্যাধুনিক গোয়েন্দা বিমান সরবরাহের কথা ছিল। এরমধ্যে বছরখানেই আগেই একটি সরবরাহ করা হয়েছে। বছরখানেকের পরীক্ষা নীরিক্ষা শেষে সম্প্রতি এটির পরীক্ষামূলক ফ্লাইট শুরু হয়েছে। আগামী বছরের গোড়ার দিকে আনুষ্ঠানিকভাবে এটি সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়, ইরান সম্পর্কে ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।