
প্রকাশ: ২ আগস্ট ২০১৯, ২১:৮

ইসরাইলের কাছ থেকে প্রাকৃতিক গ্যাস কেনার বিষয়ে তেল আবিবের সঙ্গে মতবিনিময় শুরু করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন ঘনিষ্ঠ সহযোগী এ তথ্য জানিয়েছেন। আল জাজিরা আরবি জানায়, ইসরাইলের সাবেক যোগাযোগমন্ত্রী আইয়ুব কারা জানিয়েছেন, ইসরাইলি শহর ইলাতের সঙ্গে সৌদি আরবের সংযুক্ত পাইপলাইন নির্মাণের বিষয়ে দুই দেশ আলোচনা করেছে। এ প্রকল্পের মাধ্যমে সৌদি আরব ইউরোপে তেল রফতানি করবে। ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া জোরদারের পর এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব