ইসলাম সম্পর্কিত প্রতীক সরিয়ে ফেলার নির্দেশ বেজিংয়ের সমস্ত রেস্তোরাঁ থেকে!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১লা আগস্ট ২০১৯ ১০:১৫ অপরাহ্ন
ইসলাম সম্পর্কিত প্রতীক সরিয়ে ফেলার নির্দেশ বেজিংয়ের সমস্ত রেস্তোরাঁ থেকে!

বেজিং শহরের সমস্ত রেস্তোরাঁ ও খাবারের দোকান থেকে আরবি হরফ ও ইসলাম ধর্ম সম্পর্কিত সমস্ত চিহ্ন সরিয়ে ফেলার জন্য নির্দেশ দিল বেজিং কর্তৃপক্ষ। সে শহরের মুসলিম ধর্মাবলম্বীদের চিনের সংস্কৃতি ও ভাবধারার সঙ্গে ধাপে ধাপে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়ার (সিনিসাইজ) অঙ্গ হিসাবেই এই নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা বেজিং শহরে হালাল পণ্য বিক্রি করে এমন ১১টি রেস্তরাঁ ও দোকানের কর্মীদের সঙ্গে কথা বলে। সেই সংবাদসংস্থাকে ওই সব রেস্তোরাঁর কর্মীরা জানান, ইসলাম ধর্মের সঙ্গে সম্পর্কিত সব ধরনের প্রতীকই সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন, অর্ধেক চাঁদ বা আরবিতে লেখা ‘হালাল’ শব্দ।