মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, জাকির নায়েক তাদের কাছে ‘অনাহূত’ হলেও তাকে অন্য কোথাও পাঠানো সম্ভব হচ্ছে না। ভারতের বিতর্কিত ওই ধর্ম প্রচারক মনে করেন, দেশে ফিরলে তিনি সুবিচার থেকে বঞ্চিত হতে পারেন। মাহাথির সাক্ষাৎকারে বলেছেন, জাকিরের কট্টরপন্থী মতবাদ মালয়েশিয়ার ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি হলেও অন্য কোনও দেশ তাকে রাখতে চায় না বলেই মালয়েশিয়া তাকে বের করে দিতে পারছে না।
ভারতের আদালতে অর্থপাচার ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে জিহাদি কার্যক্রম উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে জাকিরের বিরুদ্ধে। দিল্লির পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদন করা হলে ২০১৮ সালে মাহাথির এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। এ বছর জুনের দ্বিতীয় সপ্তাহেও মাহাথির বলেছিলেন, ন্যায়বিচার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকলে জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না। এবার অনিচ্ছার নেপথ্য কারণ সম্পর্কে নিজের অবস্থান জানালেন। টিআরটি ওয়ার্ল্ডের সঙ্গে আলাপকালে ৯৪ বছর বয়সী মাহাথির বলেছেন, ‘আমাদের দেশ মালয়েশিয়ায় ভিন্ন ভিন্ন বর্ণের ও ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ আছে। আমরা এমন কাউকে চাই না যাদের বর্ণগত সম্পর্ক ও অন্য ধর্ম সম্পর্কে কট্টর চিন্তাভাবনা রয়েছে। তবে জাকির নায়েককে আবার অন্য কোথাও পাঠানো কঠিন। কারণ অনেক দেশই তাকে রাখতে চায় না।’
জাকিরের বিরুদ্ধে তরুণদের সন্ত্রাসবাদে উসকানি, ঘৃণাবাদী বক্তব্য ও সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ এনেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। ২০১৬ সালে ঢাকায় গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলাকারীরা জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিল বলে দাবি করে তারা। গ্রেফতার এড়াতে বর্তমানে তিনি মালয়েশিয়ায় বসবাস করছেন। বিগত নাজিব রাজাকের নেতৃত্বাধীন মালয়েশিয়ার সরকার তাকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়। ভারতের একাধিক তদন্ত সংস্থা তাকে দেশে ফেরানোর চেষ্টা করলেও এখন পর্যন্ত তা সফল হয়নি। গত বছর মালয়েশিয়ার কাছে জাকিরকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক আবেদন করে ভারত। মালয়েশিয়ার সঙ্গে ভারতের বন্দিবিনিময় চুক্তি থাকলেও গত বছরের জুলাইয়ে মাহাথির বলেছিলেন, যতদিন বিতর্কিত ওই ইসলামি চিন্তাবিদ মালয়েশিয়ায় কোনও সমস্যা সৃষ্টি না করছেন, ততদিন তাকে ফেরত পাঠানোর কোনও চিন্তা তাদের নেই। জাকিরকে ফেরত পাঠানোর আগে এ সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখতে চান বলেও জানিয়েছিলেন তিনি।
এ বছর মে মাসে ভারতের আর্থিক অনিয়ম বিষয়ক পর্যবেক্ষক দফতর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জাকির নায়েকের বিরুদ্ধে ১৯৩ কোটি রুপি মানি লন্ডারিংয়ের অভিযোগ এনেছে। এছাড়া বিশ্বজুড়ে অবৈধ সম্পদ গড়ে তোলারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ জুলাই) ৫৩ বছর বয়সী ধর্মপ্রচারক জাকির নায়েক ভারতের আনা সন্ত্রাসবাদের অভিযোগ অস্বীকার করে আবারও নিজেকে নির্দোষ দাবি করেছেন। ভারত সরকার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে তার বিরুদ্ধে রেড এলার্ট জারির অনুরোধ করলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। ‘এখান থেকেই বোঝা যায়, আমার বিরুদ্ধে ভারত সরকারের অভিযোগ কতোটা দুর্বল’ বলেছেন জাকির। ২৮ জুলাই মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সাইফুদ্দীন আব্দুল্লাহ বলেছিলেন, অর্থ আত্মসাতের মামলায় বিচারের মুখোমুখি করতে ভারতের প্রত্যার্পণের চিঠি পাওয়া সত্ত্বেও তাকে ফেরত পাঠাবে না মালয়েশিয়া।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।