
প্রকাশ: ১৬ জুন ২০১৯, ৩:২৮

ফেসবুকে একগুচ্ছ বিকিনি পরা উত্তেজক ছবি পোস্ট করে শাস্তির মুখে পড়েছেন এক সুন্দরী নারী চিকিৎসক। মিয়ানমারের বছর আটাশের ওই মডেল কাম চিকিৎসক নঙ মি সানের লাইসেন্স বাতিল করা হয়েছে। মেডিকেল কাউন্সিল তার লাইসেন্স বাতিল করে দিয়েছে। শনিবার রক্ষণশীল মিয়ানমারের মেডিকেল কাউন্সিল বরাবর এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য আবেদন করার কথা জানিয়েছেন নঙ। নঙ মি সান তার ফেসবুকে হরহামেশায় এ ধরনের উত্তেজক ছবি পোস্ট করেন। মূলত দেশটির অনলাইন এই মডেল মার্কিন মডেল কেন্দাল জেনারের মতো সাঁতারের পোশাক এবং বিকিন পরা ছবি বেশি পোস্ট করেন। সঙ্গে মিয়ানমারের ঐতিহ্যবাহী পোশাকের ছবিও থাকে।


ইনিউজ ৭১/টি.টি. রাকিব