
প্রকাশ: ১৬ জুন ২০১৯, ২১:৫৬

সৌদি আরবের জেদ্দায় অ্যালকোহল মুক্ত 'হালাল নাইটক্লাব' খোলার খবরটি বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ এই নাইটক্লাবের অনুমোদন বাতিল করেছে। কারণ এটা দেশটির আইন বহির্ভূত বিষয়। দুবাই এবং বৈরুতে দুটো ভেন্যু পরিচালনা করে 'হোয়াইট নাইটক্লাব' যেগুলো লাইসেন্সপ্রাপ্ত। তাদের জেদ্দায় আরেকটি শাখা খোলার কথা ছিল। শেষ পর্যন্ত তা বাতিল করেছে কর্তৃপক্ষ। এর উদ্বোধনে ক্লাবের পথেই ছিলেন গায়ক এবং গীতিকার নে-ইয়ো। বাতিলের পর তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দুঃখও প্রকাশ করেছেন। সেখানে তিনি জানান, সৌদির আরবের মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি ভেন্যুর পথেই ছিলাম। তবে জানলাম কৌশলগত কারণে এটা বন্ধ করা হয়েছে। সেখানে পারফর্ম করতে যাচ্ছিলাম। হোয়াইট জেদ্দার মানুষের প্রতি ভালোবাসা।
এর সিইও টনি হাব্রি গত এপ্রিলে অ্যারাবিয়ান বিজনেসকে বলেছিলেন, সৌদিতে যে 'হালাল নাইটক্লাব' খোলা হবে তা আসলে এক 'উচ্চ সুবিধাসম্পন্ন ক্যাফে'। সৌদির বিনোদন খাতের কর্তৃপক্ষ টুইট বার্তায় জানায়, এটা খোলার জন্যে কোনো লাইসেন্স প্রদান করা হয়নি। তা ছাড়া এটি 'আইনের লঙ্ঘন'ও বটে। সেখানে আরো বলা হয়, ভিন্ন একটি বিষয়ে অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। এর ঠিকাদার তাদের লাইসন্সের মেয়াদ বৃদ্ধির যে আবেদন করেছে, তারই 'বাড়তি সুবিধা' নিতে চেয়েছিল এই পথে। জেদ্দায় 'হালাল নাইটক্লাব' খোলার খবরটি সৌদিবাসীদের মধ্য মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কেউ কেউ এই ক্লাবের নাচগানের আয়োজনের নিন্দা জানান। আবার কেউ 'হালাল বার'কে স্বাগত জানান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব