ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিপুল ব্যাবধানে বিজয়ের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। একই সঙ্গে ১৬তম লোকসভা ভেঙে দিতে শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক আহ্বান করা হয়েছে।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ১৬তম লোকসভা ভেঙে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতেই এ সভার আয়োজন করা হয়েছে। সভায় সিদ্ধান্তটি পাস হওয়ার পর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আনুষ্ঠানিকভাবে চলতি লোকসভা ভেঙে দিলে শুরু হবে ১৭তম লোকসভা গঠনের প্রস্তুতি।
চলতি ১৬তম লোকসভার মেয়াদ শেষ হবে ৩ জুন। একই সঙ্গে সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র জমা দিতে পারেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।