ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি বারে বন্দুকধারীর গুলিতে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ছয় নারী ও পাঁচ পুরুষ। খবর দ্য গার্ডিয়ান। রোববার এ হামলার ঘটনা ঘটে। উত্তরাঞ্চলীয় প্যারারাজ্যের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, বেলেম শহরের একটি বারে সাত বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে ১১ ব্যক্তি নিহত হন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়ে কর্মকর্তারা কোনো কিছু জানাতে পারেননি।
জি১ নিউজ ওয়েবসাইটে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, হামলার ঘটনায় এক হামলাকারী আহত হয়েছেন। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। একটি মোটরসাইকেল এবং তিনটি গাড়িতে করে এসে হামলা চালায় সাত ব্যক্তি। হামলা করার পরপরই সেখান থেকে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।