মধ্য রাতে কাঁপল আন্দামানের ভূমি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৮ই মে ২০১৯ ০৩:০১ অপরাহ্ন
মধ্য রাতে কাঁপল আন্দামানের ভূমি

পরপর দুই ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এবং ভারতের উত্তরাখণ্ড। শুক্রবার রাত ১২টা ৩৫মিনিটে কেঁপে ওঠে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। ভূমিকম্প গবেষক সংস্থা আইএমডির দেয়া তথ্য অনুসারে, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ৯।

অপরদিকে শনিবার ভোর রাতে উত্তরাখণ্ডের চামোলিতেও ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩ দশমিক ৯। দুই জায়গাতেই কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। ভূকম্পনের মাত্রা কম থাকলেও দুই জায়গাতেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইনিউজ ৭১/এম.আ