
প্রকাশ: ১৩ মে ২০১৯, ১৯:৩৫

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি গির্জায় বন্দুকধারীর হামলায় এক যাজকসহ ছয়জন নিহত হয়েছে। রবিবার সকালে উত্তরাঞ্চলীয় ডাবলো শহরে প্রার্থনার পর হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে শহরের মেয়র। মেয়র আরও জানান, রবিবার সাপ্তাহিক প্রার্থনার সময় সশস্ত্র বন্দুকধারীরা হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলি চালায় যখন প্রার্থনাকারীরা জীবন বাঁচাতে পালানোর চেষ্টা করেন। হামলার পর দোকান-পাট সব বন্ধ হয়ে গেছে। বাসিন্দারা ঘরের বাইরে আসছেন না বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রার্থনা শেষ করে মানুষ যখন গির্জা থেকে বের হয়ে আসছিল তখন প্রায় ২০ জন বন্দুকধারী তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলে। এতে ভয় পেয়ে সবাই পালাতে শুরু করলে এলাপাতাড়ি গুলিতে ছয়জন নিহত হয়। এরপর গির্জায় আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা। পাশের একটি ফার্মেসিসহ বেশ কয়েকটি দোকানে লুটপাটও করে তারা। গত পাঁচ সপ্তাহে বুরকিনা ফাসোতে গির্জায় এটি তৃতীয় হামলা। কর্মকর্তাদের ধারণা, ইসলামি উগ্রপন্থি কোন সংগঠন এই হামলার পেছনে দায়ী।এদিকে, বিবিসি জানায়, আল কায়েদা ও ইসলামিক স্টেট সমর্থক দুটি ইসলামি জঙ্গি দল এবং আনসারুল ইসলাম নামে স্থানীয় আরেকটি জঙ্গি দল ওই এলাকায় সক্রিয়।
ইনিউজ ৭১/এম.আর
