মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানের সব আরোহীর মৃত্যু হয়েছে। প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হওয়া ওই বিমানটিতে ১৩ জন আরোহী ছিলেন। এদের মধ্যে পাঁচজনই একই পরিবারের সদস্য। স্থানীয় কর্তৃপক্ষ এবং গণমাধ্যম সোমবার জানিয়েছে, লাস ভেগাসে একটি বক্সিং ম্যাচ দেখে ফেরার সময় বিমানটি দুর্ঘটনা কবলিত হয়। বিমান দুর্ঘটনায় নিহতরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি। তবে বিমানটিতে থাকা তিন ক্রু সদস্য এবং ১০ যাত্রীর নাম প্রকাশ করা হয়েছে। নিহতদের বয়স ১৯ থেকে ৫৭ বছর।
মেক্সিকোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বেলা তিনটার আগে লাস ভেগাস থেকে যাত্রা করেছিল বিমানটি। দু'ঘণ্টা পরে বিমানের পাইলটের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। মেক্সিকোর গণমাধ্যম টেলিভিসা জানিয়েছে, একটি ঝড় এড়িয়ে যেতে জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন বিমানটির পাইলট। তবে কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে তদন্ত করছে কর্তৃপক্ষ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।