ঘাসফড়িংয়ে ছেয়ে গেছে কাবা শরিফের চারপাশ

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ১২ই জানুয়ারী ২০১৯ ০৯:৫৮ অপরাহ্ন
ঘাসফড়িংয়ে ছেয়ে গেছে কাবা শরিফের চারপাশ

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের আরবি সংস্করণের কাছে সংশ্লিষ্ট কর্মকর্তার জানিয়েছেন, ‘কালো ঘাসফড়িং’ দমনে ২২টি দলে ভাগ হয়ে ১৩৮ জন কাজ করছেন। তাদের কাছে রয়েছে ১১টি বিশেষ ধরনের যন্ত্র। কর্মীরা কাবার আশেপাশের নালাগুলোর দিকে বিশেষ নজর দিচ্ছেন। কারণ সেখানেই এসব পতঙ্গ বংশবিস্তার করে। সংবাদমাধ্যম আল আরাবিকে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা আশ্বস্ত করে বলেছেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, পতঙ্গ দমন করে আল্লাহর ঘরের মেহমানদের স্বস্তি নিশ্চিত করতে।

প্রকাশিত ভিডিওতে যেমন কাবার ওপরে পালে পালে ঘাস ফড়িং উড়তে দেখা গেছে, তেমনি ছবিতে বিপুল পরিমাণ মৃত ঘাস ফড়িং মেরে পরিষ্কার করতে দেখা গেছে কর্মীদের। একটা ছবিতে দেখা গেছে, বিশাল বড় চত্বরের পুরোটা জুড়েই ছড়িয়ে রয়েছে মরা ঘাস ফড়িং। ভিডিওচিত্রে দেয়ালে দেয়ালে বসে থাকতে দেখা গেছে কালো ঘাসফড়িংয়ের পালকে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব