পোষা কুকরকে ঢিল ছোঁড়ার অপরাধে এক যুবককে গুলি করে হত্যা করল কুকুরের মালিক। এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম কলোনিতে। নিহত ওই যুবকের নাম আফাক (৩০) ও কুকুর মালিকের নাম মেহতাব বলে জানা গেছে। অভিযুক্ত ওই কুকুর মালিককে খুঁজছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কলোনির রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় মেহতাবের পোষা কুকুরটি আফাককে কামড়াতে তেড়ে আসে। এ সময় আফাক ভয় পেয়ে রাস্তায় পড়ে থাকা ইট-পাথরের কয়েকটি টুকরো কুকুরের দিকে ছুঁড়েন। ঢিল ছোঁড়া দেখেই মেহতাব আফাকের ওপর ক্ষেপে যান ও ঝগড়া শুরু করেন।
ঝগড়ার একপর্যায়ে ঘর থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে আনেন অভিযুক্ত মেহতাব। কিছু বুঝে ওঠার আগেই আফাককে লক্ষ্য করে গুলি চালায় মেহতাব। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আফাক। গুলি চালানোর শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আফাককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে খুঁজছেন পুলিশ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।