প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১২:৪২

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার খুব কাছাকাছি এলাকায় একটি বেসামরিক গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ বিস্ফোরণের পর পুরো ভারতজুড়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এবং ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
