আফগান সীমান্তে পাকিস্তান সেনা ও তালেবান সংঘর্ষে হতাহত

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২

শেয়ার করুনঃ
আফগান সীমান্তে পাকিস্তান সেনা ও তালেবান সংঘর্ষে হতাহত

আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান নিরাপত্তা বাহিনী ও পাকিস্তান তালেবানদের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটেছে। বাজাউর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে পৃথক তিনটি অভিযান চলাকালীন এই সংঘর্ষে অন্তত ১৯ জন পাকিস্তানি সেনা এবং ৩৫ জন তালেবান নিহত হয়েছে। ঘটনা শনিবার (১৩ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে নিশ্চিত করা হয়।

পাকিস্তানি সেনাবাহিনী সূত্রে জানা যায়, উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউরে এক অভিযান চলাকালীন ২২ জন তালেবান সদস্য নিহত হয়। একই সময় দক্ষিণ ওয়াজিরিস্তানের পৃথক অভিযানে আরও ১৩ জন তালেবান নিহত হয়। এসব অভিযানে সেনারা নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে বীরত্বের সঙ্গে লড়াই করেছে।

দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযানকালে ১২ জন সেনা শহীদ হন। লোয়ার দির এলাকায় আরেকটি সংঘর্ষে সেনারা একটি তালেবান আস্তানা ধ্বংস করার সময় সাতজন সৈন্য নিহত হন, পাশাপাশি ১০ জন বিদ্রোহী যোদ্ধাও নিহত হয়। সেনাবাহিনী নিহত তালেবানদের “খোয়ারিজ” হিসেবে বর্ণনা করেছে।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার দায় স্বীকার করেছে। ইসলামাবাদ মনে করছে, পাকিস্তানি তালেবান আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। পাকিস্তানি সেনাবাহিনী কাবুলের তালেবান সরকারকে তাদের ভূখণ্ডের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

ইসলামাবাদ দাবি করেছে, পাকিস্তান তালেবান ভারতীয় সমর্থিত, যদিও নয়াদিল্লি এই অভিযোগ অস্বীকার করে এবং প্রমাণ দেখায়নি। সাম্প্রতিক সংঘর্ষ ও হতাহতের ব্যাপারে কাবুলের তালেবান বা ভারতের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

পাকিস্তান দীর্ঘদিন ধরে বলছে, আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে তালেবানরা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবং এটি দুই দেশের সম্পর্কের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেনাবাহিনী দাবি করছে, এ ধরনের অভিযানগুলো দেশের সীমানা নিরাপদ রাখতে অপরিহার্য।

এই সংঘর্ষে নিহত ও আহতদের সংখ্যা এবং ঘটনাস্থলের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলেও নজর রয়েছে। পাকিস্তানি সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিস্থিতি এখনও সংবেদনশীল এবং বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ চলমান।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে ১০ বছরের প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষর

ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে ১০ বছরের প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষর

ভারত এবং যুক্তরাষ্ট্র আগামী দশকের জন্য প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে একটি নতুন প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষর করেছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী—মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই চুক্তির ঘোষণা দেওয়া হয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এক্সে পোস্ট করে জানিয়েছেন, নতুন এই প্রতিরক্ষা কাঠামো দুই দেশের মধ্যে সমন্বয়, কৌশলগত তথ্য আদান-প্রদান এবং সামরিক প্রযুক্তি সহযোগিতা

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতি অব্যাহত রাখার সিদ্ধান্ত

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতি অব্যাহত রাখার সিদ্ধান্ত

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে পুনরায় সম্মত হয়েছে। বৃহস্পতিবার তুরস্কের বিদেশ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশ যুদ্ধবিরতি কার্যকর রাখার বিষয়ে তাদের মত এক করেন। বৈঠকে সহায়তা করে মধ্যস্থতাকারী রাষ্ট্র তুরস্ক ও কাতার। জানা যায়, চলতি বছরের ২৫ থেকে ৩০ অক্টোবর ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তানের

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আঘাত হেনেছে অন্ধ্রপ্রদেশে

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আঘাত হেনেছে অন্ধ্রপ্রদেশে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টার দিকে ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে বাতাসের সঙ্গে ঝড় আঘাত হানে। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ৩-৪ ঘণ্টার মধ্যে কাকিনাড়ার আশেপাশে মাছিলিপত্তনম ও কলিঙ্গপত্তনম এলাকার উপকূল অতিক্রম করবে।

আফগান সীমান্তে সংঘর্ষে পাঁচ পাকিস্তানি সেনাসহ নিহত ৩০

আফগান সীমান্তে সংঘর্ষে পাঁচ পাকিস্তানি সেনাসহ নিহত ৩০

আফগানিস্তানের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় নতুন করে সংঘর্ষে অন্তত পাঁচজন পাকিস্তানি সেনা ও ২৫ জন সশস্ত্র আফগানি নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। এমন সময় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, যখন ইস্তাম্বুলে দুই দেশের শান্তি আলোচনা চলছে। পাকিস্তান সেনাবাহিনী জানায়, শুক্রবার ও শনিবার আফগান ভূখণ্ড থেকে একদল সশস্ত্র ব্যক্তি খাইবার পাখতুনখোয়ার কুররম ও উত্তর ওয়াজিরিস্তান এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করে। সেনারা তাদের প্রতিরোধ

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ংকর গ্রহাণু, ঝুঁকিতে বাংলাদেশও

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ংকর গ্রহাণু, ঝুঁকিতে বাংলাদেশও

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল এক গ্রহাণু ‘২০২৪ ওয়াইআর-৪’। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) নিশ্চিত করেছে, এটি ২০৩২ সালের ২২ ডিসেম্বর পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে। তবে আঘাত হানার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রথমদিকে এর পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা ছিল মাত্র ১ দশমিক ২ শতাংশ। কিন্তু নতুন তথ্য অনুযায়ী সম্ভাবনাটি বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ১ শতাংশে। নাসার ক্যাটালিনা স্কাই সার্ভে প্রকল্পের