প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬
অধিকৃত পশ্চিম তীরে একটি বৃহৎ বসতি স্থাপন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, “কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না।” স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মাআলে আদুমিমে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। এই স্থান আমাদের। আমরা ঐতিহ্য, জমি ও নিরাপত্তা রক্ষা করব।”