প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১১:১৫
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার পাঁচ সাংবাদিকসহ মোট সাতজন নিহত হয়েছেন। রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত সাংবাদিকদের তাঁবুতে হামলা চালানো হয়। আলজাজিরার নিহত সাংবাদিকরা হলেন আনাস আল-শরিফ (২৮), মোহাম্মদ ক্রিকেহ, ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোমেন আলিওয়া।
আনাস আল-শরিফ উত্তর গাজা থেকে দীর্ঘদিন ধরে নিয়মিত প্রতিবেদন করে আসছিলেন। হামলার সময় তিনি হাসপাতালের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপিত তাঁবুতে অবস্থান করছিলেন।
নিহত হওয়ার কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানান, গাজা নগরীর পূর্ব ও দক্ষিণ অংশে ইসরায়েল তীব্র বোমাবর্ষণ শুরু করেছে। তাঁর শেষ ভিডিওতে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ভয়াবহ শব্দ ও অন্ধকার আকাশ কমলা আলোয় আলোকিত হওয়ার দৃশ্য ধরা পড়ে।
হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, আনাস আল-শরিফ হামাসের একটি শাখার নেতৃত্ব দিচ্ছিলেন এবং তাদের কাছে তার সম্পৃক্ততার ‘সুনির্দিষ্ট প্রমাণ’ রয়েছে।
তবে ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা বলেন, আনাসের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ নেই। তিনি জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রতিবেদন করাই ছিল তার প্রতিদিনের কাজ।
সম্প্রতি আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক গাজা উপত্যকায় তাদের সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর উসকানিমূলক প্রচারণার নিন্দা জানিয়েছে। তারা এই হামলাকে সাংবাদিকদের ওপর সরাসরি আক্রমণ বলে আখ্যায়িত করেছে।
এ ঘটনায় আন্তর্জাতিক মহলে আবারও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
সূত্র: আলজাজিরা