প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১১:৪৪
গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৬০ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন দেড় শতাধিক। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলা হামলায় মৃতের সংখ্যা আরও বেড়ে যায়, যার মধ্যে রয়েছে একই পরিবারের ১২ জন। আল জাজিরা ও আনাদোলু সংস্থার তথ্যে উঠে এসেছে এই নির্মমতার বিস্তারিত চিত্র।