বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ার আভাস দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং বেশ কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এছাড়া, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে, রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এ সময়ে দেশের আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সব জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তরপূর্বাঞ্চলে শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।