বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে লন্ডনে ‘জিয়া পরিষদ, ইউকে’ আয়োজিত একটি সভা ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, "খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকরা নিবিড়ভাবে তাকে পর্যবেক্ষণ করছেন। আগের তুলনায় তিনি এখন অনেকটাই সুস্থ আছেন।"
এছাড়াও, তিনি জানান, বর্তমানে লন্ডনের কিংস্টনে তার ছেলে তারেক রহমানের বাসায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উন্নতি লক্ষ্য করেছেন এবং এখন তিনি পরিবারের সান্নিধ্যে অনেকটা সুস্থতা অনুভব করছেন। ডা. হোসেন বলেন, "মানসিক প্রশান্তিই তার শারীরিক সুস্থতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। দীর্ঘ সাত বছর পর পরিবারে ফিরে আসায় তিনি মানসিকভাবে ভালো আছেন।"
তবে, তিনি উল্লেখ করেন, "খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন এমন দাবি করছি না, তবে অতীতের তুলনায় এখন অনেকটাই সুস্থ আছেন।"
ডা. হোসেন আরও বলেন, খালেদা জিয়া চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শিগগিরই দেশে ফিরবেন। চিকিৎসা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্তের ভিত্তিতে দেশে ফিরে আসার প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি বেশ কিছু সময় ধরে চিকিৎসা নিচ্ছেন। এর আগে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, তবে বর্তমানে তাকে নিয়ে আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন চিকিৎসকরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।