মাদকমুক্ত সমাজ গড়তে বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক
মোঃ ইলিয়াস আলী - জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: সোমবার ১৩ই জানুয়ারী ২০২৫ ০৭:৫০ অপরাহ্ন
মাদকমুক্ত সমাজ গড়তে বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্ট

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিতা প্রয়াত মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টটি সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন, "মাদকমুক্ত দেশ গড়তে হলে খেলাধুলার প্রয়োজন। বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলকে ধন্যবাদ জানাই এমন একটি আয়োজনের জন্য।"


উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, "ছাত্রদলের এই আয়োজন মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথকে সুগম করবে। ভবিষ্যতে উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।"


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সায়েদ এবং পরিচালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহবুবর রহমান এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন তোফায়েল।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্থানীয় দলগুলো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে লড়াই করে। ছাত্রদলের এমন আয়োজন স্থানীয় ক্রীড়া অঙ্গনে নতুন উদ্দীপনা জাগিয়েছে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব বারবার উঠে আসে অনুষ্ঠানের আলোচনায়।


এই ধরনের আয়োজনের মাধ্যমে যুবসমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনা সম্ভব বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।