পাবনায় শীতার্তদের সাহায্যে সচেতন নাগরিক ফোরামের মানবিক উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি , পাবনা
প্রকাশিত: শনিবার ১১ই জানুয়ারী ২০২৫ ০৮:১৭ অপরাহ্ন
পাবনায় শীতার্তদের সাহায্যে সচেতন নাগরিক ফোরামের মানবিক উদ্যোগ

বাংলাদেশ সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাবনার চরতারাপুর ও সুজানগরের কাঁচারী মাঠে এ কর্মসূচি আয়োজন করা হয়। প্রায় ২০০ গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, যা তাদের শীতের কষ্ট লাঘবে সহায়তা করবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আরশেদ আলম। তিনি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং এমন উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।


শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান মো. শাহরিয়ার আলম জর্জ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রকৌশলী সুজাউল ইসলাম সুমন।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা হাসানুজ্জামান পলাশ, পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, এবং ফোরামের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়াসিম রেজা। এছাড়াও বগুড়া জেলা শাখার সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক কাউন্সিলর আনিসুর রহমান খোকন, কামরুল হাসান শান্ত, ও ছাত্রদল নেতা মিজানুর রহমান মিঠু উপস্থিত ছিলেন।


শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান জানান। তারা উল্লেখ করেন, সচেতন নাগরিক ফোরামের এই উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


উপস্থিত ব্যক্তিরা আরও বলেন, এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজে মানবিকতার প্রসার ঘটায় এবং সকলের মধ্যে সহমর্মিতার বোধ জাগ্রত করে।