পিরোজপুরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা বিএনপি। শনিবার দুপুরে শহরের টাউন ক্লাব মাঠে আয়োজিত এ কর্মসূচিতে তারেক রহমানের নির্দেশে এক হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি তামান্না জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ হাসানুল কবির লীন, বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নাদিম এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার।
এ সময় গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে পিরোজপুর জেলা বিএনপিও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও জানান, এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে বক্তারা অসহায় মানুষের কষ্ট লাঘবে বিএনপির এ ধরনের উদ্যোগকে অব্যাহত রাখার কথা বলেন এবং শীতবস্ত্র পেয়ে সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় নেতৃবৃন্দ শীতবস্ত্র বিতরণে অংশ নেন এবং অসহায় মানুষদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। কম্বল বিতরণের সময় অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন এবং কার্যক্রমের প্রশংসা করেন। জেলা বিএনপির এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হয়েছে। নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা আরও সম্প্রসারণ করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।